ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা: সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে-কেন্দ্রীয় সভাপতি

May 18, 2017,

এহসান বিন মুজাহির॥ ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেছেন-মেধাবী শিক্ষার্থীরার দেশ-জাতির সম্পদ। নৈতিকতা সম্পন্ন মেধাবীরাই পারে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। মেধাবীদের উপরই নিভর করছে দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদেরকেই এগিয়ে আসতে হবে। ছাত্র মজলিস মৌলভীবাজার শহরের উদ্যোগে বুধবার ১৭ মে বিকালে শহরস্থ আইসিএম হলে ২০৭ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে ধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার শহর শাখার সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সামছুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাওলানা আহমদ বিলাল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার শহর সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সেক্রেটারি ইবরাহীম খলিল, সাবেক মৌলভীবাজার শহর সেক্রেটারি হাসান আহমদ চৌধুরী, মৌলভীবাজার শহর অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইমাদ উদ্দীন প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে  ক্রেস্ট তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com