জকিগঞ্জের সাবেক রেলওয়ে কর্মকর্তা ছালেকুর রহমান চৌধুরীর কুলখানি সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি॥ জকিগঞ্জের অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হাজী ছালেকুর রহমান চৌধুরীর (১০৫) কুলখানি সোমবার জকিগঞ্জের ব্রাক্ষণগ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য মরহুম হাজী ছালেকুর রহমান চৌধুরী সিলেট সিটির জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আলীজান ফাউন্ডেশনের সভাপতি তরুণ সমাজ সেবক ফুয়াদ মো. খায়রুল ইসলামের নানা এবং বড়লেখা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সারুকের শ্বশুড়। গত ২৯ জানুয়ারী সন্ধ্যা ৬টায় সাবেক রেলওয়ে কর্মকর্তা হাজী ছালেকুর রহমান চৌধুরী চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলী এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, জামাতা, ১৯ নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শুক্রবার ঝাউতলা কলোনী মাঠে প্রথম জানাজা ও জকিগঞ্জে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন