জনগনের সেবায় কোন ব্যতয় না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে-কুলাউড়ায় বিভাগীয় কমিশনার

কুলাউড়া অফিস॥ সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেছেন প্রশাসনে ও স্থানীয় সরকারে যারা কাজ করছেন তারা সবাই জনগনের সেবক। তাই জনগনের সেবায় যাতে কোন ব্যতয় না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে। তিনি জনপ্রতিনিধিদের উপর গুরুত্বারোপ করে বলেন ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারকে শক্তিশালী করে নিয়মিত ট্যাক্স আদায় করে স্বয়ং সম্পুর্ন করতে হবে। তাহলে অনেক কাজ বাস্তবায়ন করে জনগনকে সুফল দেয়া সম্ভব হবে। এছাড়া তিনি হত-দরিদ্রদের মধ্যে ১০/-টাকা মুল্যে চাল বিক্রয়ের সঠিক তালিকা প্রদান করে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সিলেট বিভাগে যোগদানের পর ১৮ অক্টোবর মঙ্গলবার কুলাউড়া উপজেলায় ১ম সফর উপলক্ষে কুলাউড়া উপজেলার সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময়ে তিনি একথা বলেন।
ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিভাগীয় কমিশনারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। উপজেলার বিভিন্ন কার্যক্রম ও সমস্যাদি তুলে ধরে বক্তব্য রাখেন বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, সাব-রেজিষ্টার শফিকুল হক, ওসি মোহাম্মদ শামসুদোহা পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, পল¬ী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মামুনুর রহমান, মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, অফিসার ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান প্রমুখ। বিভাগীয় কমিশনার কুলাউড়া পৌছার পর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কুলাউড়া থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া দিনব্যাপী সফরসুচীকালে তিনি একটি বাড়ী একটি খামার প্রকল্পের রঙ্গিলকুল গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও তাদের সাথে উঠান বৈঠকে অংশ গ্রহন, জয়চন্ডী ইউনিয়ন ও ব্রাহ্মনবাজার ইউনিয়নসহ ডিজিটাল কেন্দ্র, চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গিয়াসনগর-ঘাগটিয়া সড়কের উন্নয়ন কাজ এবং উপজেলা ভুমি অফিস ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
মন্তব্য করুন