জাতীয় আইনগত সহায়তা দিবসে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার॥ শুক্রবার ২৮এপ্রিল বিরোধ হলে মামলা নয়,লিগ্যাল অফিসে আপোষ হয়,এই ¯ে¬াগান নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়। চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গনে ২৮ এপ্রিল শুত্রুবার সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌরসভার সামনে দিয়ে জেলা কালেক্টরেট ভবনে এসে শেষ হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম জেলা জজ (১ম) রোকেয়া রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা লিগেল এইড কর্মকর্তা অরুন পাল, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ্এজিএম আল মাসুদ,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত কুমার ঘোস, সাবেক পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিব। পরে অতিথিরা আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরন করেন।
মন্তব্য করুন