জাতীয় সম্পদ বাঘ সুরক্ষায় জনসচেতনতা মূলক কার্যক্রমের ক্যারাভ্যানটি এখন মৌলভীবাজারে

May 19, 2016,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় সম্পদ বাঘ সংরক্ষণ কল্পে জনসচেতনামূলক কার্যক্রমের অংশ হিসাবে টাইগার ক্যারাভ্যানটিতে এখন মৌলভীবাজার শহরে অবস্থান করে সুন্দর বনের বাঘ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম তুলে ধরছে। ক্যারাভ্যানটি একটি বাঘ আকৃতির বাস, যার ভিতরে সুন্দর বনের গাছ, বাঘ, হরিণ, কুমিরসহ প্রকৃতির নানা বিষয় ফুটিয়ে তুলা হয়।

Test-5527
বৃহস্পতিবার ১৯ মে দুপুরে মৌলভীবাজার মেয়র চত্বরে এ টাইগার ক্যারাভ্যানটি অবস্থান করার পর এটি খুলে দেওয়া হলে,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ছাড়াও শহরের বয়স্ক লোকজনরাও এটি এক নজর দেখতে মেয়র চত্বরে ভিড় জমান।
এদিকে প্রতিকি হিসাবে সুন্দর বনের বাঘ পশু পাখি ও বনের নানা দিক তুলে ধরে এ ক্যারাভ্যানটি সাজিয়ে উপস্থাপন করায় এখানের অনেকেই আনন্দ পেয়েছেন।
জানা গেছে, বাঘ সংরক্ষণ কল্পে জনসচেতনতা চালাতে বন ও পরিবেশ মন্ত্রনালয়, ইউএসএইড ও ওয়াইল্ড টিম বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ টাইগার ক্যারাভ্যানটি আগামি শুক্রবার সিলেট পৌছাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com