জালালাবাদ সম্মাননা পেলেন কুলাউড়ার বীর মুক্তিযোদ্ধা আক্তার আলী
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2016/05/Kulaura-Aktar-Ali.jpg?fit=800%2C445)
কুলাউড়া অফিস॥ স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ন অবদানের জন্য সিলেট বিভাগের মুক্তিযুদ্ধের সংগঠক কুলাউড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্তার আলী চৌধুরী আত্তরকে জালালাবাদ সম্মাননা-২০১৫”(মরণোত্তর) প্রদান করা হয়। ২১ মে শনিবার ঢাকাস্ত বিয়াম অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নূর“ল ইসলাম নাহিদ এমপির কাছ থেকে সম্মাননা গ্রহন করেন তার পূত্র বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ (কাদিপুর-কুলাউড়া)’র চেয়ারম্যান আনিসুর রহমান চৌধুরী লিটু। এসময় উক্ত সংসদের সদস্য এইচ আর রনী, সাগর আহমেদ, সাহাবুদ্দিন, খালেদ খান, আল আমিন, সৌরভ আহমদ তার সাথে ছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ শাহাবুদ্দিন এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি প্রমুখ।
মন্তব্য করুন