জুড়ীতে ৪ দিন থেকে নুরজাহান নি*খোঁজ

April 28, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পুর্ববটুলি গ্রামের নুরজাহান (১৯) নামের একটি মেয়ে গত ৪ দিন থেকে নিখোঁজ।

এ ঘটনায় নুরজাহানের মা জমিরুন বেগম বাদী হয়ে জুড়ী থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১০৮৩ তারিখ ২৫ এপ্রিল ২০২৫ পরিবারের কাছ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল মঙ্গলবার দিনমজুর পাখি মিয়ার মেয়ে নুরজাহান কে নিয়ে তার মা পার্শ্ববর্তী বিরইনতলা গ্রামে নুরজাহানের খালু মৃত মনফর আলীর বাড়ীতে বেড়াতে যান। এক রাত থেকে ফুফুর অনুরোধে পরদিন নুরজাহান কে রেখে তার মা নিজ বাড়ীতে চলে যান।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল রাত আনুমানিক ১২ টায় তার ফুফু নুরজাহানের মা কে ফোন করে জানতে চান নুরজাহান বাড়ীতে গিয়ে আমাকে ফোন দিয়ে জানালো না কেনো ? তিনি অবাক হয়ে বারবার তাকে বলছেন কি বলছো? এরপর থেকে অনেক খোজাখুজি করে ৪ দিন অতিবাহিত, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নুরজাহানের মা জমিরুন বেগম জানান, স্হানীয় বটুলি হাই স্কুল থেকে দশম শ্রেণীতে ফেল করে গত দু বছর থেকে মেয়েটির লেখাপড়া বন্ধ রয়েছে। ইতিমধ্যে মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে প্রবাসী এক ছেলের সাথে বিয়ের কথাবার্তা সম্পন্ন হয়েছে। বর্তমানে মেয়েটির চিন্তায় অসহায় দিনমজুর পাখি মিয়ার পরিবার দুশ্চিন্তায় ভূগছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com