জুড়ীতে অবৈধ কাঠ ভর্তি পিকআপ ভ্যান আটক
April 30, 2016,
বড়লেখা প্রতিনিধি॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের জুড়ী কোম্পানীর সদস্যরা বৃহস্পতিবার ২৮ এপ্রিল রাতে অবৈধ কাঠ ভর্তি একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্টো-১৮-৩৯৩৬) আটক করেছে। এসময় পিকআপের চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। আটক কাঠ ও পিকআপের সিজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার কুচাই চা বাগান এলাকা থেকে অবৈধ কাঠ ভর্তি একটি পিকআপ ভ্যান যাওয়ার গোপন সংবাদে টহল কমান্ডার জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেটি আটক করে। এসময় চালক ও কাঠ পাচারকারীরা পালিয়ে যায়।
জুড়ী বিজিবি’র কোম্পানী কমান্ডার মো. মোতালেব জানান, প্রায় ৮০ ঘনফুট অবৈধ মেনজিয়াম কাঠসহ পিকআপ ভ্যান আটক করে বন আইনে মামলা দেয়া হয়েছে।
মন্তব্য করুন