জুড়ীতে অবৈধ ভারতীয় মোটর সাইকেল ও ঔষধসহ আটক ১
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক ফিরোজের নেতৃত্বে বিজিবি ২০ এপ্রিল বুধবার রাতে একটি ভারতীয় অবৈধ মোটরসাইকেল ও বিপুল পরিমান অবৈধ ঔষধসহ ১ ব্যক্তিকে আটক করেছে। এ ব্যাপারে ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জুড়ী থানায় মামলা (মামলা নং-০৭) হয়েছে।
বিজিবি সুত্রে জানা গেছে, ২০ ফুলতলা সীমান্তের মেইন পিলার ১৮১৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাগরনাল নামক স্থানে ফুলতলা বিজিবি ১টি হিরো স্পেøন্ডার মোটরসাইকেল এবং বিভিন্ন প্রকার ভারতীয় ও বাংলাদেশী লাইসেন্স বিহীন অবৈধ ঔষধসহ এসবের মালিক শ্রী অমল কুমার মজুমদারকে (৫৩) আটক করেছে। সে কুলাউড়া উপজেলার মাগুরার মৃত বিনয় ভূষন মজুমদারের ছেলে।
বিজিবি’র ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল নেয়ামুল করিম জানান আটককৃত দ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। ধৃত আসামীসহ মালামাল জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন