জুড়ীতে আগুনে ভস্মীভূত সাংবাদিক হারিস মোহাম্মদের ব্যবসা প্রতিষ্ঠান
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামে গত শুক্রবার ২৯ এপ্রিল গভীর রাতে আগুনে জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য, আমারদেশ পত্রিকার জুড়ী প্রতিনিধি ও মানব ঠিকানা পত্রিকার স্টাফ রিপোর্টার হারিস মোহাম্মদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইউপি নির্বাচনের জের ধরে প্রতি পক্ষের লোকজন আগুন লাগিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে হারিসের ভাই জহির আলী দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে দোকানের ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। হারিস মোহাম্মদ অভিযোগ করেন, ৩১ মার্চ অনুষ্ঠিত জায়ফরনগর ইউপির নির্বাচনে তিনি বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিজয়ী চেয়ারম্যান হাজী মাছুম রেজার পক্ষে কাজ করেন। নির্বাচনী বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁর দোকানে আগুন লাগাতে পারে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন