জুড়ীতে আনন্দ উৎসবে বর্ষবরণ : মঙ্গল শোভাযাত্রা মানুষের ঢল
জুড়ী প্রতিনিধি॥ পহেলা বৈশাখ প্রকৃতিতে নতুন পাতার উচ্ছাস। লোকজ বাদ্য বাজনার সুর মূর্চ্ছনায়, নতুনের আগমনীতে প্রকৃতি আজ উদ্বেলিত। লাল-সাদা পোশাকে বর্ণিল ডালি সাজিয়ে নতুন বছরকে বরণ করে নিতে, নতুন বছর ১৪২৩ বঙ্গাব্দকে সাড়ম্বরে স্বাগত জানিয়েছে জুড়ী উপজেলাবাসী।
এ উপলক্ষে সারাদেশের নেয় জুড়ীতে ধর্ম, বর্ণ, শ্রেনী, পেশা ও বয়সের ভেদাভেদ ভুলে সবাই একাত্ম হয়েছিল ১৪২৩ সালকে বরণ করে নিতে। পুরো জুড়ী উপজেলায় দিনভর প্রশাসন, বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী গ্রহন করে। সকাল ১০ ঘটিকায় সম্মিলিত উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রায় প্রশাসনেরর পাশাপাশি ঢাক-ঢোল, বাদ্য বাজিয় নানান সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্থরের লোকজন অংশ গ্রহন করে। মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহনকারীরা তাঁদের নিজস্ব ধারণায় আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির চিত্র ফুটিয়ে তুলে। মঙ্গল শোভাযাত্রাটি জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় থেকে সমগ্র শহর প্রদক্ষিণ করে জুড়ী উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনে বাংলা ১৪২৩ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এতে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা মিলি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জুড়ী থানার ওসি তদন্ত শামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক শফিক উদ্দিন, কৃষি কর্মকর্তা দেবল সরকার, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু দাস, মোঃ আব্দুস সালাম, মুক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইছহাক আলীসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্টানে পহেলা বৈশাখের গান পরিবেশন করা হয়।
মন্তব্য করুন