জুড়ীতে এপ্রেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র উদ্যোগে গর্ভবতী মা’দের কে খাদ্য সামগ্রী বিতরণ
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার প্রশান্তি ইউকে ও এপ্রেক্স ক্লাব অব হাকালুকি ভিউর সহযোগিতায় ১০ জন গরীব অসহায় গর্ভবতী মা’কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার ১১ টায় স্থানীয় আব্দুল আজিজ মেডিকেল হাসপাতাল এর প্রশান্তি ইউকের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এপ্রেক্স ক্লাব অব হাকলুকি ভিউর সেক্রেটারী এপেঃ জুয়েল রানার পরিচালনায় ও প্রেসিন্ডেট এপেঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ৪ এর লাইফ মেম্বার এপেঃ ফরহাদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী ভ্যালীর প্রেসিন্ডেট এপেঃ হারিস মোহাম্মদ, সিনিয়র ভাইস প্রেসিন্ডেট এম এ রউফ, প্রশান্তি ইউকের প্রজেক্ট কো-অডিনেটর গোলাম সারওয়ার, আব্দুল আজিজ মেডিকেল হাসপাতালের ম্যানেজার তাপস দাস, প্রবাসী আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন এপ্রেক্স ক্লাব অব হাকলুকি ভিউর এক্সপেন্সন ডাইরেক্টার এম এ আজিজ, সার্ভিস ডাইরেক্টর এপেঃ আল আমিন আহমদ, মেম্বারসীপ এন্ড এ ডি এপেঃ শামীম আহমদ, ট্রেজারার এপে মাহবুবুর রহমান, ফেলোসিপ এন্ড পি আর ডি এপেঃ তোফাজ্জুল হোসেন কামাল, সার্জেন্ট এট আর্মস্ এপেঃ তাজুল ইসলাম, মিড ওয়াইফ অপর্ণা রুদ্রপাল ও জনি দাস প্রমূখ। উলেখ্য যে, জুড়ী উপজেলা প্রবাসীদের সাহায্য সহযোগীতা গরীব অসহায় স্বল্প আয়ের মানুষ ও চা শ্রমিক গর্ভবতী মা ও শিশুর সেবা দিয়ে আসছে প্রশান্তি ইউকে তার সাথে হাত মিলিয়ে এপ্রেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র স্থায়ী সেবা কার্যক্রম ১২ মাস থেকে গর্ভবতী মা’দের পুষ্টির জন্য খাদ্য সামগ্রী বিতরণ করে আছে।
মন্তব্য করুন