জুড়ীতে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন
কুলাউড়া অফিস : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় টালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হাজী রহমত আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ রাজীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পূর্ব ইউনিয়ন ইউপি আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা যুবলীগের সদস্য ডাঃ আব্দুল হান্নান, গোয়ালবাড়ী ইউপি যুবলীগের সভাপতি অটল কিশোর সিংহ সিবেন, পশ্চিম জুড়ী ইউপি যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম ইমন, পূর্বজুড়ী ইউপি যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দুলাল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, মাছুম আহমদ, সুয়েবুর রহমান, সুমেল আহমদ, সজিব আহমদ, কামাল আহমদ, হানিফ উদ্দিন, সাইফুর রহমান, তানভীর আহমদ প্রমুখ। সভায় আসলাম উদ্দিনকে সভাপতি ও বশির উদ্দিনকে সাধারন সম্পাদক করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন