জুড়ীতে কাতার প্রবাসী যুবকের বিষপানে আত্মহত্যা
June 12, 2016,
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের কাতার ফেরত রুহেল মিয়া (২২) নামক এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।
কুলাউড়া হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল কাদির এর পুত্র কাতার ফেরত যুবক রুহেল মিয়া বাড়ির সকলের অজান্তে বিষপান করলে বাড়ির লোকজন মুমুর্ষু অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কুলাউড়া থানায় খবর দিলে কুলাউড়া থানার এসআই নুর হোসেন লাশ উদ্বার করে ১১ জুন শনিবার পোষ্ট মর্টেমের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেন। এসআই নুর হোসেন জানান, কুলাউড়া থানায় জিডিমূলে লাশ পোষ্ট মর্টেমের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করা হয়েছে। লাশের ময়না তদন্ত রিপোর্ট জুড়ী থানায় ন্যস্ত করা হবে।
মন্তব্য করুন