জুড়ীতে কিশোরী রিমার ধর্ষক ও হত্যাকারী গ্রেপ্তার

November 19, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ীতে ধর্ষণ শেষে কিশোরীকে শ্বাসরোধে হত্যার প্রায় এক মাস পর আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে হত্যাকারী ও ধর্ষক দেলওয়ার হোসেনকে জুড়ী উপজেলার বাছির পুর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে ঘাতক দেলওয়ার সহ তার সহযোগীরা কৌশলে চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফারজানা জান্নাত রিমার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে গলাটিপে হত্যা করে নির্বিঘেœ বেরিয়ে যায়। রিমা জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের মৃত ফয়জুর রহমানের কন্যা। ঘাতক দেলওয়ার রিমাদের বাড়ির কেয়ার টেকার ও ডিস লাইনে কাজ করতো।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গির হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com