জুড়ীতে জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও আলোচনা সভা
জুড়ী প্রতিনিধি॥ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে জুড়ী উপজেলায় “হঠাও জঙ্গি বাঁচাও দেশ- শেখ হাসিনার নির্দেশ” এই শ্লোগানে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধনের অংশহিসেবে আওয়ামীলীগ, অঙ্গ, সহযোগী সংগঠন ও জুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক বদরুল হোসেন, হাজী শফিক আহমদ, মাসুক আহমদ, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি,
ভাইস চেয়ানম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, আওয়ামীলীগের নেতা নজমুল ইসলাম, আদর উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ দাস, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছহাক আলী,
জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি আব্দুল খালিক সোনা, সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, ছাত্রলীগ নেতা জুয়েল রানা, শেখরুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।
মন্তব্য করুন