জুড়ীতে জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৮

July 30, 2016,

মাহবুবুর রহমান রাহেল॥ জুড়ীতে পুলিশের জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালিয়ে  ৮ জামায়াত শিবিরের নেতা কমীকে আটক করেছে পুলিশ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জালাল আহমদ জানান শুক্রবার রাত থেকে শনিবার ৩০ জুলাই ভোরে উপজেলার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে  তাদেকে আটক করা হয়। আটক জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে জুড়ী থানায় ভাঙচুর, পুলিশের উপর হামলা ও নাশকতার চেষ্টাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটকৃতরা হলেন, নুরুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (২৮), আব্দুর রহিম (২০), আব্দুল মালিক আবু মিয়া (৪৪)   বশির উদ্দিন (৩৩ ), ইসমাইল আলী (৫৪), খাজা আহমদ (৫৫)  ইদ্রিছ খান টুকু (৬৬)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়। জুড়ী থানার উপপরিদশক (এএসআই) পনব কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান,দেশব্যাপী চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে জুড়ীতে অভিযান চালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির নেতা-কর্মীসহ  ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র  জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com