জুড়ীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলা জাতীয় পাটির উদ্যোগে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও ১ অক্টোবর সিলেট শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত করে প্রচারে নামার সিন্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যারন হুসেইন মোহাম্মদ এরশাদ। মতবিনিময় সভায় নেতারা বলছেন, এরশাদ আগামী সংসদ নির্বাচনে সবকয়টি আসনে প্রার্থী দেয়া এবং নির্বাচনকে সামনে রেখে তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যকে সামনে রেখেই এরশাদ সিলেট আসছেন। মাজার জিয়ারত শেষে তিনি ওই দিন সিলেটে সমাবেশ করবেন। উক্ত মত বিনিময় সভায় ১ অক্টোবরে সমাবেশ সফল করার লক্ষ্যে জুড়ী উপজেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যদের কাজ করে যাওয়ার আহবান জানান।
২৪ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় কামিনীগঞ্জ বাজারের জাতীয় পার্টির কার্যালয়ে জুড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব এড. এম মাহবুবুল আলম শামীমের সভাপতিত্বে ও সাধারণন সম্পাদক সোরমান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, তারা মিয়া, জাপা নেতা আছলাম মিয়া, জাপা মহিলা বিষয়ক সভাপতি নাজমা আক্তার, জায়ফরনগর ইউপি জাপা সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আজমল আলী, শফিক আহমদ, কিতান্ত ধর প্রমুখ।
মন্তব্য করুন