জুড়ীতে ডাঃ কাজী আকমল হোসেনের শোকসভা অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি জুড়ী শাখার সভাপতি ডাঃ কাজী আকমল হোসেনের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি জুড়ী শাখার সদস্যদের আয়োজনে বেলা ২টায় জুড়ী সেন্ট্রাল জেনারেল হাসপাতাল মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পল্লী চিকিৎসক সমিতি জুড়ী শাখার সিনিয়র সহ-সভাপতি ডাঃ ইসমাইল হোসেন মাষ্টারের সভাপতিত্বে এবং ডাঃ শামীম আহমদ ও ডাঃ মাওলানা ফখরুদ্দিন পাঠানের যৌথ পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ডাঃ এম.এইচ কবীর ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুম ডাঃ কাজী আকমল হোসেনের ছোট ভাই কাজী আমজাদ হোসেন, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম, পল্লী চিকিৎসক সমিতি জুড়ী শাখার সাবেক সাধারন সম্পাদক ডাঃ মনিরুল ইসলাম, সহ সভাপতি ডাঃ জহিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক ডাঃ ইয়াকুব আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এ.বি.এম নুরুল হক, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ-জাহান ভুইয়া, উপজেলা যুবলীগ সদস্য হেলাল উদ্দিন, অতিকা অধিকারী, ডাঃ অতি রঞ্জন মনা, ডাঃ সৈলেশ বিশ্বাস, ডাঃ আবুল কাশেম মাষ্টার, ডাঃ শাহ-জাহান, ডাঃ বিজন, ডাঃ আলী আহমেদ, ডাঃ আবু হানিফ, ডাঃ মুকবুল হোসেন, ডাঃ মনির আহমেদ লিটন, ডাঃ বাবুল, ডাঃ ফারুক আহমেদ (ডেন্টাল চিকিৎসক), ডাঃ বেলাল, ডাঃ জুলেখা খাতুন, ডাঃ ইসহাক আলী, ডাঃ ফজলুল হক, ডাঃ হাসান, ডাঃ জাহাঙ্গির আলম, ডাঃ ফখরুল ইসলাম ফারুক, ডাঃ সেলিম আহমেদ, ডাঃ আব্দুল জব্বার মাষ্টার, যুবলীগ নেতা রাধা দে, জুড়ী ফারিয়া কমিটির সভাপতি চন্দন কুমার দাস প্রমূখ। শোকসভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন