জুড়ীতে তারেক রহমানের  কারামুক্তি দিবস উপলক্ষে  সভা ও দোয়া মাহফিল

September 5, 2020,

আব্দুর রব॥ জুড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম জয়দুলের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাইন উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ, কলেজ ছাত্রদল নেতা আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদল নেতা, হিমেল হক, মকবুল হোসেন ইকবাল, জাকারিয়া নিশাত, জোবের উদ্দিন, আরিফ খান, রহিম উদ্দিন, মাজহারুল ইসলাম, পারভেজ হাসান, কামরুজ্জামান কামরুল। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com