জুড়ীতে দক্ষিন কালাছড়া গ্রাম বিদ্যুতায়নের উদ্ভোধন
কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলার ২ নং পূর্ব জুড়ী ইউনিয়ন দক্ষিন কালাছড়া গ্রাম বিদ্যুতায়রেন উদ্ভোধনী অনুষ্ঠানে পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাইফুল্লাহ সুহেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, দক্ষিন কালাছড়া গ্রাম বিদ্যুতায়রেন উদ্ভোধন করেন।
২৫ নভেম্বর রাত ৮টায় আতিয়াভাগ চা বাগানে মন্ডপে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে ১৩০ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বদরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পল্লী বিদ্যুৎ ডিজিএম নীল মাধব বণিক, জুড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, ধামাই চা বাগানের ব্যবস্থাপক মালিক নেওয়াজ, সোনারুপা চা বাগানের ব্যবস্থাপক হুমায়ুন কবির, পূর্বজুড়ী আওয়ামলীগের সভাপতি আদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির আলম। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আতিয়া ভাগ চা বাগানের ব্যবস্থাপক নাঈমুর রহমান মিছবাহ।
মন্তব্য করুন