জুড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা-গাছ কর্তন
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও গাছের চারা কর্তন করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ২৬ এপ্রিল মঙ্গলবার আনুমানিক রাত পৌনে ১১টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর বাছিরপুর (চাক্কা টিলা) গ্রামের আব্দুল হামিদ (হাসিম) এর পুত্র দুবাই প্রবাসী আজিম উদ্দিনের বাড়িতে ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন রাতে ৩০-৩৫ জনের একদল দূর্বৃত্ত লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে বাড়িতে গিয়ে প্রবাসীর বিল্ডিং ঘরের জানালার কাচ ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোকজনদের ভয়ভীতি দেখিয়ে আসবাব পত্র তছনছ করে ফেলে। পরে আলমীরার ড্রয়ার ভেঙ্গে নগদ ১লাখ ৬৫ হাজার টাকা, দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের বাগানের আম, কাঠাল, একাশী ও অন্যান্য জাতের গাছপালা কেটে ফেলে যায়।
খবর পেয়ে জুড়ী থানা এসআই ইব্রাহিম আলীর নেতৃত্বে এক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে করেন। পরদিন সকালে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি ও ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রবাসীর পিতা আব্দুল হামিদ (হাসিমের) ভাষ্যমতে, দূর্বৃত্তদের নেতৃত্ব দেন একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আবুল কাশেম ড্রাইভার।
মন্তব্য করুন