জুড়ীতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদে মতবিনিময়

July 27, 2016,

 

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদ।গত ২৬ জুলাই সকালে জুড়ী উপজেলা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ বদরুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জুড়ী টি.এন.খানম একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহেদা আক্তার, উপজেলা মৎস্য অফিসার আব্দুর সাকুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালেহ উদ্দিন আহমেদ, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়াজ আলী, ফুলতলা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আনসার বিডিপি অফিসার আব্দুল ওয়াহাব, লাঠিটিলা বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ দেলোয়ার হোসেন, জুড়ী বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ কাজী নুর, জুড়ী ভবানীগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজী আয়াজ উদ্দিন, কামিনীগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক্ষ মোঃ বদরুল ইসলাম, সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমদ, সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, অর্থ ও দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, সদস্য আবু ইউসূফ প্রমূখ। সভায় উপস্থিত সবাইকে জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষথেকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com