জুড়ীতে ফ্লাড লাইট কাপ এন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

September 27, 2016,

কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলায় জয় বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শিশুপার্কে ফ্লাড লাইট কাপ এন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় শিশুপার্কে ফ্লাড লাইট কাপ এন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও অলোচনা সভায় জুড়ী টাউন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানার পরিচালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক কৃতি ফুটবলার মোঃ রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, যুবলীগের সভাপতি এডঃ আব্দুল খালিক সোনা, সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, ক্রিকেট সংঘটক আব্দুল আহাদ। অন্যান্যদের মধ্যে ছিলেন জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহেশ দাস, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি যুবলীগ সভাপতি অটল কিষান সিংহ সিবেন, পশ্চিম জুড়ী ইউপি যুবলীগ সভাপতি বাবু লাল দাস, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম ইমন, উপজেলা যুবলীগে সদস্য হাসান তারেক, সাবেক ছাত্রনেতা আহমদ আল আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সুমন, নাজমুল ইসলাম তুহিন। উক্ত ফ্লাড লাইট কাপ এন্ড কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় জুড়ী শিশুপার্ক একাদশ ৪-১ গোলে জয় বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com