জুড়ীতে বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

জুড়ী প্রনিতিনিধি॥ ইংরেজী নববর্ষের প্রথম দিন সারাদেশের ন্যায় জুড়ী উপজেলায় বই উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
১ জানুয়ারী মঙ্গলবার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কবির আহমদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথি ছিলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, প্রাথমিক শিক্ষা অফিসার রাজন কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম সাদেক, একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ, আলাউদ্দিন, সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এম এ সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
মন্তব্য করুন