জুড়ীতে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ

May 21, 2016,

শামীম আহমদ॥ জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ১৯ মে বৃহস্পতিবার বন্যাদুর্গত লোকজনের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর এফআইভিডিবি বিদ্যালয়ে ত্রাণ বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জায়ফরনগর ইউপির চেয়ারম্যান হাজী মাছুম রেজা প্রমুখ উপসি’ত ছিলেন।

Juri-Tran-2

এ সময় বন্যাদুর্গত লোকজনকে চিড়া, মোমবাতি ও দিয়াশলাই দেওয়া হয়। পরে গুচ্ছগ্রাম এলাকায়ও ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা সাগরনাল ইউনিয়নের রানীমোড়া, কাপনাপাহাড় চা-বাগান, খাসকিত্তা, বীরগোয়ালিসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে লোকজনের খবর নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com