জুড়ীতে বন্যা ও তৎপরবর্তী বিষয়ে করণীয় নির্ধারণ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে হুইপ শাহাব উদ্দিনের মতবিনিময়
বড়লেখা প্রতিনিধি॥ দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের সাম্প্রতিক অকাল বন্যা ও তৎপরবর্তী বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে ১ মে সোমবার বিকেলে হাওরপারের বড়লেখা ও জুড়ীর জনপ্রতিনিধি, জেলার সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
সভায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করার পাশাপশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ বিষয় নিয়েও আলোচনা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা চেয়ারম্যান গোলসান আরা মিলি, ইউএনও মিন্টু চৌধুরী, জেলা-উপজেলার মৎস্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগসহ বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তারা অংশ নেন।
মন্তব্য করুন