জুড়ীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজার ব্যবসায়িবৃন্দ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এতে ব্যবসায়িবৃন্দ ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি জুড়ী নিউ মার্কেট মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে নিউ মার্কেটের সম্মূখে মানববন্ধন সমাবেশে মিলিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম শেখর, উপজেলা যুবলীগে সাবেক সম্পাদক রিংকু রঞ্জন দাস, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল কাদির দারা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, সম্পাদক নূরুল আম্বিয়া, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি হাজী আয়াজ উদ্দিন আহমদ, সাবেক ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, ব্যবসায়ি আব্দুল হান্নান, আব্দুল মুনিম প্রমূখ।
মন্তব্য করুন