জুড়ীতে বিষপানে গৃহবধুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। কুলাউড়ায় থানা পুলিশ বিউটি বেগম (২৪) এর লাশ উদ্ধার করে ১৪ জুন মঙ্গলবার ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধু বিউটি জুড়ী থানার চাটেরা গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার চাটেরা গৃামের জাকির হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী বিউটি বেগমকে বিষপানরত মুমুর্ষ অবস্থায় সোমবার ইফতারের আগে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বিউটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকে বিউটির শ্বশুড় বাড়ীতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। পারিবারিক কলহ প্রায়ই লেগেই থাকত। নিহত বিউটির গ্রামের বাড়ী পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামে। এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই জহিরুল জানান, লাশের সুরহতাল করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
মন্তব্য করুন