জুড়ীতে ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সৈয়দ আব্দুর রবের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

August 23, 2020,

জুড়ী প্রতিনিধি॥ ডিজিএফআই এর সাবেক ডাইরেক্টর, এনএসআই এর সাবেক ডাইরেক্টর ও বিডিআর (বর্তমান বিজিবি) এর সাবেক ডিডিজি জুড়ীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সৈয়দ আব্দুর রব (এনডিইউ/পিএসসি) এঁর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুড়ী বিশ্বনাথপুরস্থ দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় মরহুমের পরিবারবর্গের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলূম মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুফতি মুজ্জাম্মিল হক।

দারুল উলুম মাদরাসা ও এতিমখানার চেয়ারম্যান সৈয়দ আব্দুর রফিক নাজমুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বিশ্বনাথপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা রায়হান আহমদ, দারুল উলূম মাদরাসা ও এতিমখানার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা ইকবাল হুসাইন, হাফিজ মাওলানা আহমদ মায়মুন, হাফিজ মনসুর আহমদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইয়াসিন আরাফাত, শায়খুল ইসলাম শাকিল, সৈয়দ ময়নুল হাসান আদনান, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com