জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানঘর ও গাড়ী পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি
বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের রাণীমোরা বাজারে ২৫ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি মার্কেটের ৬টি দোকান ও অটোরিকশাসহ (সিএনজি) ৫টি গাড়ী পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুলাউড়া ফায়ার স্টেশনের দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও কুলাউড়া দমকল বাহিনী সুত্রে জানা গেছে, জুড়ী-ফুলতলা রোডস্থ রাণীমোরাবাজারের একটি মার্কেটের দোকানে ভোর চারটার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে জুবেল আহমদ ও তার ভাইয়ের ৫টি গাড়ী ও পার্শবর্তী ব্যবসায়ীদের দোকান ঘর পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ২৫ কিলোমিটার দুর থেকে কুলাউড়া ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কুলাউড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।
মন্তব্য করুন