জুড়ীতে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষঃ আহত দুই

October 16, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় মটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের নোয়াব আলীর পুত্র ফেরদৌস আহমদ (২৫) ও একই গ্রামের ধন মিয়ার পুত্র নাবিল আহমদ(২৪)। মুমূর্ষু অবস্থায় তাদেরকে নিয়ে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।

১৬  অক্টোবর শুক্রবার বিকাল আনুমানিক ৫ টায় জুড়ী -কুলাউড়া সড়কে শাহ খাকী( রঃ) আলিম মাদ্রাসা সংলগ্ন তেতৈরতল নামক স্হানে ঘটেছে।সরেজমিন  জানা যায়, মটর সাইকেল আরোহী ফেরদৌস ও নাবিল কুলাউড়া হতে জুড়ীতে যাবার পথে জুড়ী হতে আসা একটি পিকআপ গাড়ী রাস্তার বাম পাশে অর্থাৎ রঙ সাইটে হঠাৎ অবস্হান করায় সাইকেল আরোহীরা রাস্তায় কোন ফাঁকা জায়গা না পেয়ে পিকআপের সামনে ধাক্কা দিলে মটর সাইকেল আরোহীরা পাশের খালে চিটকে পড়ে মারাত্বক জখম হয়।

জুড়ী  থানার এস আই জাহাঙ্গীর আলম ঘটনাস্হলে জানান, পিকআপ গাড়ীটি রংসাইডে অবস্থান করায় মোটরসাইকেল আরোহীরা কোনো উপায় না দেখে পিকআপ গাড়ীর সাথে ধাক্কা লাগে। আহত দুই জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com