জুড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর নন্দ উৎসব অনুষ্ঠিত

August 27, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর নন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট শুক্রবার ৪ টায় বাছিরপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমূল্য দাসের পরিচালনায় ও শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম কমিটির সভাপতি নিপেশ দত্তের সভাপতিত্বে   শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর নন্দ উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক  আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বদর”ল হোসেন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জেলা সমাজ সেবার সাবেক উপ-পরিচালক অরবিন্দ সেন গুপ্ত, জুড়ী থানার অফির্সার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, ঐক্য পরিষদের সভাপতি নীতি ভূষন দাস। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম কমিটি উপদেষ্ঠা ভাগ্য লাল দে ও মানপত্র পাঠ করেন শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন দে। অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম কমিটির সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় দে, মুক্তিযোদ্ধা ডাঃ শ্রীমন্ত রায় চৌধুরী, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিনাল কান্তি দাস কাজল, সাবেক ইউপি সদস্য বিশ্বজিৎ দত্ত, বিমল মোদক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com