জুড়ীতে সংবাদ সম্মেলন ইউ, পি চেয়ারম্যানের রোষানলে পরে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ছত্তার

May 7, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামের মৃত ইরফান আলীর পুত্র ছত্তার আলী জুড়ীতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন,ফুলতলা ইউ,পি চেয়ারম্যান ফয়াজ আলীর রোষানলে পরে পরিবারের সদস্যদের নিয়ে বসত বাড়ি ছেরে পালিয়ে বেড়াচ্ছেন। থানা ও আদালতের সরনাপন্ন হয়েও চেয়ারম্যানের রোষানল থেকে রেহাই পাননি। ছত্তার আলী ৬ মে শুক্রবার বিকেলে জুড়ীতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। ছত্তার আলী বলেন ৩১ মার্চ এবং ১৬ এপ্রিল তারিখে ইউ,পি চেয়ারম্যান ফয়াজ আলী নম্বর বিহীন দুটি নোটিশ গ্রাম পুলিশের মাধ্যমে তার বাড়িতে পাঠান। তিনি নোটিশ পেয়ে ইউনিয়ন কার্যালয়ে গেলে চেয়ারম্যান বলেন, কোনাগাও গ্রামের মৃত রওয়াব আলীর পুত্র কুটি মিয়া টাকা পয়সা পাবে মর্মে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তখন ছত্তার আলী মামলার নকল কপি চাইলে ইউ,পি চেয়ারম্যান ফয়াজ আলী নকল দেয়া যাবেনা বলে জানান। ছত্তার আলী মৌলভী বাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিছ পিটিশন মামলা (০৯/২০১৬(গ্রাম) দায়ের করলে বিজ্ঞ আদালত ১৯/০৪/২০১৬ইং মামলাটি আমলে নিয়ে ৩১/০৫/২০১৬ ইং তারিখের মধ্যে কুটি মিয়া কর্তৃক ইউনিয়ন পরিষদের মামলার দাখিলি অভিযোগ সম্বলিত দরখাস্তের বিস্তারিত প্রতিবেদন প্রেরনের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন। ছত্তার আলীর আদালতে মামলা দায়েরের পর ইউ,পি চেয়ারম্যান ফয়াজ আলী তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। ছত্তার আলীকে আটক করার জন্য বার বার তার বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে তল্লাশি চালায়। চলিত মাসের ৩মে জুড়ী থানায় একটি জিডি (নং৯৯)করেন। গ্রাম পুলিশ ছত্তার আলীকে আটক করার জন্য বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে।ইউ,পি চেয়ারম্যান ফয়াজ আলী তাকে প্রানে মেরে ফেলতে পারেন।তাই প্রান রক্ষার্তে ছত্তার আলী পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।সংবাদ সম্মেলে ছত্তার আলী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com