জুড়ীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট সোমবার ১২ টায় জুড়ী উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ নাছির উল্লাহ খানে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, ভাইস চেয়ানম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম-আহবায়ক বদরুল হোসেন, হাজী শফিক আহমদ, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, ফয়াজ আলী, সালেহ উদ্দিন আহমেদ, শ্রীকান্ত দাস, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, যুবলীগ সভাপতি আব্দুল খালিক সোনা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আদর উদ্দিন, আব্দুল কাদির দারা, ছাত্রলীগ নেতা জুয়েল রানা, শেখরুল ইসলাম, আব্দুল মতিনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, ইউপি পরিষদের মহিলা সদস্য ও সদস্যাসহ বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন