জুড়ীতে হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা প্রদান
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারি শিক্ষক আনন্দ কুমার দাশ এর চাকুরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩১ আগস্ট বুধবার বেলা ১ টায় বিদায় সংবর্ধনায় সহকারি শিক্ষক আব্দুল আজিজের পরিচালনায় ও হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আরব আলীর সভাপতিত্বে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারি শিক্ষক আনন্দ কুমার দাশ অবসর গ্রহণ ও বিদায়ী সংবর্ধনার অনুভূতি প্রকাশ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক হাজী শফিক আহমদ, সহকারি শিক্ষা অফিসার রাজন কুমার সাহা, যুবলীগের সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি তাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক হারিস মোহাম্মদ, ছাত্রলীগ নেতা জুয়েল রানা। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমদ, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলী, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কুমার কৈরী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শংকু দেবনাথ. আসাদ মিয়া প্রমুখ।
মন্তব্য করুন