জুড়ীর সাগরনাল চা-বাগানে মায়া হরিন আটক

April 26, 2016,

এম. মছব্বির আলী॥ জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানে ২৫ এপ্রিল সোমবার চা-শ্রমিকদের হাতে এক পুরুষ মায়া হরিন আটক হয়েছে। সাগরনাল চা-বাগান ব্যবস্থাপক সুজিত কুমার সাহা জানান সোমবার সকালে চা-শ্রমিকরা বাগানের ১৩ নং সেকশনে কাজ করাকালে মায়া হরিনটি লোকালয়ে চলে এলে শ্রমিকদের নজরে পড়ে। পরে শ্রমিকরা হরিনকে ঘেরাও দিয়ে আটক করে ম্যানেজার বাংলোয় নিয়ে আসে। পরে তিনি বন বিভাগের সাথে যোগাযোগ করলে সন্ধায় মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন বাগানে পৌঁছলে আটক হরিনকে তার কাছে হস্তান্তর করেন। হরিন হস্তান্তরকালে বাগানের সহকারী ম্যানেজার রায়হানুল আলমসহ বাগানের ষ্টাফ ও চা-শ্রমিকরা উপস্থিত ছিলেন। বিট কর্মকর্তা মোনায়েম হোসেন জানান আটক মায়া হরিনের চিকিৎসা করে লাউয়াছড়া জাতীয় উদ্দানে অবমুক্ত করে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com