জুড়ী উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহন

May 15, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হচ্ছে ১৫ মে রবিবার। মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করাবেন। উপজেলা অডিটরিয়াম হলরুমে সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহন অনুষ্ঠান হবে। শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করবেন সদর জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত। শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খানসহ প্রসাসনের কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। উল্লেখ্য ৩১ মার্চ প্রথম বারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com