জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি : ২য় বারের মতো শ্রেষ্ঠ হওয়ায় পুরস্কার গ্রহন

May 22, 2016,

জুড়ী প্রতিনিধি॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ২য় বারের মতো শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হওয়ায় ১৯ মে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কৃত করা হবে। ওইদিন শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের ক্রেষ্ট, সনদ পত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামিরিটাস অধ্যাপক প্রফেসর ড. আনিসুজ্জামান। সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মোস্তফা কামাল, দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ ও গণসচেতনতার মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম সহ অনেকেই। পরে ২য় বারের মত শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হওয়ায় জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির তাজুল ইসলাম, আব্দুস শহীদ খুশি, ইমরুল ইসলাম ও সাইফুল ইসলাম সুমনের হাতে ক্রেষ্ট, সনদ পত্র ও পুরস্কার তুলেদেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামিরিটাস অধ্যাপক প্রফেসর ড. আনিসুজ্জামান ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণী শেষে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য যে, ২০১৫ সালের ৩০ মার্চ জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম ও সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের হাতে প্রথম বারের মত শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার তুলেদেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্য¬াহ আবু সায়ীদ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রাক্তন চেয়ারম্যান বদিউজ্জামান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com