জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ২য় বারের মত শ্রেষ্ঠ হওয়ায় কাল ঢাকায় পুরস্কার গ্রহন
May 18, 2016,
জুড়ী প্রতিনিধি॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ২য় বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হওয়ায় কাল বৃহস্পতিবার ১৯ মে ঢাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য যে, ২০১৫ সালের ৩০ মার্চ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম ও সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের হাতে প্রথম বারের মত শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার তুলেদেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল¬াহ আবু সায়ীদ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
মন্তব্য করুন