জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে ফলজ বৃক্ষ রোপন

বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে। ৩০ জুলাই শনিবার দুপুর ১২ টায় জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় ফজল বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছালাম, সহ-সভাপতি জইন উদ্দিন, সদস্য মোস্তফা আহমদ খান, শিউলী বেগম। অন্যান্যদের মধ্যে যুগ্ম-সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমদ, অর্থ ও দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, সম্মানীত সদস্য কল্যান প্রসূণ চম্পু, ব্যবসায়ী তোফাজ্জুল হোসেন কামালসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত সম্মানীত অতিথি বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
মন্তব্য করুন