জেএমজি কার্গো ফ্রান্সে-বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল এর আয়োজনে ইফতার মাহফিল
আবু তাহির ফ্রান্স॥ জেএমজি কার্গো ফ্রান্সে-বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল এর উদ্যেগে প্রতিষ্ঠানের ৩ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশি কমিউনিটি ও জেএমজি
কার্গো ফ্রান্সের সকল গ্রাহক ,শুভাকাংখীএবং শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রোববার প্যারিসের লা কর্ণবের প্যারিস বোম্বে রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল জেএমজি কার্গো সার্ভিসের চেয়ারম্যান কবির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম শিপার এর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান ,ফ্রান্স বিএনপি সহ সভাপতি সানোয়ার হোসেন , এম এ রশিদ পাটোয়ারী, ও শরীয়ত পুর জেলা সমিতি ফ্রান্সের সভাপতি মোশাররফ হোসেন, ফেনী জেলা সমিতি সভাপতি খান বাবু , ফ্রান্স বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ, ফ্রান্স যুবদল সভাপতি আহমেদ মালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ত্ব গোলাম মওলা , খান মনির হোসেন , শেখ রুহেল , ইকবাল হোসেন আলী , শামীমা আক্তার রুবি , জাহাঙ্গীর আলম মিলন ,এম এ রহিম , মারুফ হোসেন মুন্না , গবেষক আতিকুল ইসলাম খান , সেক্রেটারি জাতীয় পার্টি খান হাবিব, খান বাবুল , মালিক মুন্না , তারেক আহমেদ , আব্দুর রাজ্জাক রাজু , মাসুদ আলম। তানভীর আহমেদ তুহিন , খুরশেদ আলম টিটু , তসলিম খান সবুজ , বুলবুল চৌধুরী , আব্দুল্লা আল মামুন , মোমিন চৌধুরী , আব্দুল কুদ্দুস ক্রীড়া সম্পাদক ফ্রান্স বিএনপি , গোলাম মোস্তফা , নজরুল ইসলাম , জিসাদ রহমান , ইব্রাহিম তারা , সাইফুল ইসলাম , মোহাম্মেদ সোহেল , হুমায়ুন কবির , আনোয়ার হোসেন , আইয়ুব আলী , সালাহ উদ্দিন বালা , করিম মাস্টার , রুহুল আমিন ।
এসময় উপস্থিত কমিনিটির নেতারা জেএমজি
কার্গো ফ্রান্সে-বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল এর সার্ভিসের ভূয়সী প্রশংসা করেন। পরে দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি আমিনুর রশিদ টিপু।
মন্তব্য করুন