জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করতে বর্ধিত সভা

October 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ আগামী ২০ অক্টোবরের জেলা পরিষদ উপ-নির্বাচনে দরীয় প্রার্থীর পক্ষে কাজ করতে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৪ অক্টোবর পৌরসভার বোর্ডরুমে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সভাপতি নেছার আহমদ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরে সমর্থিত জেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থী আলহাজ্ব মিছবাহুর রহমান এর চশমা মার্কা তথা বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিজয় অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহ- সভাপতি আজমল হোসেন, মসুদ আহমদ, চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয়  আওয়ামী সেচছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, সৈয়দ নওশের আলী খোকন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য গোলাম মোস্তফা, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মালিক তরফদার, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com