জেলা পরিষদ নির্বাচনে মোঃ আজিজুর রহমান নির্বাচিত
স্টাফ রিপোর্টার॥ প্রাথী ও সমর্থক এবং ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন সুষ্টু ভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আজিজুর রহমান (চশমা) ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী এম এম শাহীন (আনারস) পেয়েছেন ২৮৯, এম এ রহিম সিআইপি (মটর সাইকেল) পেয়েছেন ২৫৩ ভোট, শাহাবুদ্দিন শাবুল (প্রজাপতি) পেয়েছেন ৫৭ ভোট, বকসী ইকবাল আহমদ (ঘোড়া) পেয়েছেন ৫ ভোট ও সুয়েল আহমদ (তালগাছ) পেয়েছেন ২ ভোট।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধার সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন।
১৫টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করছেন সকাল থেকে দূপুর ২টা পর্যন্ত।
মন্তব্য করুন