মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে চারা বিতরণ

August 5, 2021,
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।  এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গাছের চারা বিতরণ করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com