জেল থেকে বের হয়ে দেয়াল টপকিয়ে পালালেন কনকপুর ইউপি চেয়ারম্যান রুবেল

December 28, 2024,

স্টাফ রিপোর্টার : ফের গ্রে-ফ-তা-র এড়াতে মৌলভীবাজার জেলা কারাগারের বাহিরের দেয়াল টপকিয়ে পালালেন কনকপুর ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন। কা-রা-গা-রে-র মৃল ফটকের সম্মুখে গোয়েন্দা পুলিশ (ডিবি) টের পেয়ে তিনি এমন কান্ড ঘটিয়েছেন। বিষয়টি এখন মৌলভীবাজার জেলায় টক অব দ্যা টাউন।

শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে সদর উপজেলার গোমড়া এলাকার জেলা কা-রা-গা-র থেকে মু-ক্তি পেয়ে এ ঘ-ট-না-টি ঘটে।

জানা যায়, গত ৩০ অক্টোবর মৌলভীবাজার বৈ’ষ’ম্য বি’রো’ধী ছা’ত্র আ’ন্দো’ল’নে’র মা’ম’লা’য় সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে গ্রে-ফ-তা-র করে র‌্যাব।

শুক্রবার ২৭ ডিসেম্বর ১ মাস ২৭ দিন কা-রা-ভো-গ করার পর জামিনে মু-ক্তি পান রুবেল। মু-ক্তি-র পর জেলা কা-রা-গা-রে-র মূল গেইট থেকে বের হলে গোয়েন্দা পুলিশের উপস্থিত টের পেয়ে পুনরায় গ্রে-ফ-তা-র এড়াতে কা-রা-গা-রে-র দক্ষিণ পাশের দেয়াল টপকিয়ে পালিয়ে যান। বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, তার বি’রু’দ্ধে শ্রীমঙ্গল, কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় একাধিক মা’ম’লা রয়েছে।

মৌলভীবাজার জেলা কা-রা-গা-রে-র জেল সুপার মো: মজিবুর রহমান মজুমদার মৌলভীবাজার বিষযটি নিশ্চিত করে তিনি জানান, যথাযথ নিয়ম অনুযায়ী কা-রা-ভো-গে-র পর তিনি জামিনে মু-ক্তি-পান। তবে দেয়াল টপকিয়ে পালানোর পথ দেখিয়ে দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। দেয়াল টপকিয়ে পালানোর বিষয়টি এখন মুখে মুখে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com