ডাকাতি প্রতিরোধে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাঝে বেল্ট ও বাশিঁ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশ শীতকে সামনে রেখে রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে স্থানীয় যুব সমাজ ও পুলিশের সমন্বয়ে এলাকা ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারা দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান, যুব সমাজ ও স্থানীয় ব্যাক্তিবর্গরা পুলিশের সাথে এক হয়ে স্বেচ্ছাসেবক হিসাবে ডাকাতি প্রতিরোধে কাজ করার আশ্বাস প্রদান করেন। এলাকা ভিত্তিক নিয়োগকৃত স্বেচ্ছা সেবকগন যাহাতে মনোবল চাঙ্গা রেখে সতেজ মনে ডাকাতি প্রতিরোধ কাজে পুলিশকে সার্বিকভাবে সহায়তা করতে পারে সেই লক্ষ্যে সকলের সহযোগিতায় ১৫ নভেম্বর শনিবার রাতের বেলায় রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে নিয়োজিত স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাঝে ২৭৫ টি রিফ্লেশটিং বেল্ট ও ২০০ টি বাশিঁ বিতরণ করেন।
মৌলভীবাজার সদর থানা পুলিশের সাথে সমন্বয় করে ডাকাতি প্রতিরোধে সদর থানার যুব সমাজ ও স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গগন এগিয়ে আসায় তাহাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ডাকাতিমুক্ত সদর থানা গড়ে উঠবে।
পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) নির্দেশে ডাকাতি প্রতিরোধে এই উদ্যেগ নেয়া হয়।
মন্তব্য করুন