ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

February 26, 2019,

বিকুল চক্রবর্তী॥ সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও হতাহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা ও নিরবতা পালন করা হয়। মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

২৫ ফেব্রুয়ারী সোমবার এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, ট্যুরিষ্ট পুলিশের এস আই নোয়াব আলী, নিরাপদ সড়ক চাই এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, নাগরদোলা থিয়েটারের সাধারন সম্পাদক শিমুল তরফদার, নাগরদোলা থিয়েটারের সাংগঠনিক সম্পাদক প্রিতম পাল, ব্যবসায়ী মো ইমরান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকারকর্মী এম এ খালেক সহ শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com