ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির মতবিনিময়
April 26, 2017,
হোসাইন আহমদ॥ ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির উদ্যোগে সোমবার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সহযোগীতা প্রদান করা হয়।
পরে সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি তবারক হোসেন, মিজানুর রহমান চৌধুরী ও দিগন্ত সৌরভ।
মতবিনিময় সভায় তারা বলেন, মৌলভীবাজারের হাকালুকি হাওর পারের মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছে। ওই এলাকার মানুষ এখন বাতের পরিবর্তে আলু খেয়ে জীবন অতিবাহিত করছে। যত দ্রুত সম্ভব তাদের হাতে সরকারি সাহায্য পৌঁছে দেয়া প্রয়োজন। এসময় তারা অন্য ৪টি জেলার সাথে মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত করে সরকারি সকল সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানান।
মন্তব্য করুন