তাকরীম ফাউন্ডেশনকে অনুদান দিলেন জোহরা আলাউদ্দিন এমপি

September 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে মৃত ব্যাক্তির দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনকে নগদ পঁচিশ হাজার টাকা অনুদান দিলেন। অনুদান গ্রহণ করেন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ ও জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ।

সংসদ সদস্য বলেন, করোনা মহামারীর প্রকোপের শুরু থেকেই তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সদস্যরা রাত দিন পরিশ্রম করে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে বিনা পারিশ্রমিকে, যা ইতিপূর্বে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রশংসা পেয়েছে সে সুবাদে আমার পক্ষ থেকে তাদেরকে কিছু অনুদান দিয়েছি যা মানুষের কল্যাণে ব্যয় হবে। আমি ধন্যবাদ জানাই তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর প্রত্যেক সদস্যকে। আল্লাহপাক তাদেরকে যেন সুস্থ ও ভাল রাখেন। আমি তাদের এই মানবসেবাকে ধন্যবাদ জানাই।

তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান ও টিম সমন্বয়কারী বলেন, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলার আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন আমাদের সংগঠনের কাজের প্রতি খুব আন্তরিক। তিনি অতীতেও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন সেজন্য তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর পক্ষ থেকে উনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com